Logo
Logo
×

সারাদেশ

সাগরে ফের ট্রলার ডুবি, ৯ জেলে নিখোঁজ

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ০৭:১২ পিএম

সাগরে ফের ট্রলার ডুবি, ৯ জেলে নিখোঁজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ফের ১৫ জেলেসহ এফবি নিশাত নামে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৯ জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত একটার দিকে পায়রা বন্দরের শেষ বয়ার ১৪ কিলোমিটার গভীরে কুয়াকাটা বরাবর এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। এদের সবার ঠিকানা নোয়াখালীর হাতিয়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি শামীম জানান, মঙ্গলবার রাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি উল্টে যায়। এসময় অন্য একটি ট্রলার তাকে সহ ৪ জেলেকে উদ্ধার করে। পরে বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরও দুই জেলের সন্ধান পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি। উদ্ধারকৃত চার জেলেকে মহিপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোস্টগার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার রাতে গভীর সমুদ্রের একই এলাকায় আরও দুইটি ট্রলার ডুবে যায়।

এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে রসদ সামগ্রী নিয়ে এফবি নিশান ফিস ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকার করার জন্য যায়। নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় বুধবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। সাগরে মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা মিজান মল্লিকের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালাম ২ জেলেকে ভাসতে দেখে উদ্ধার করেছে এবং ৪ জেলে ভাসতে ভাসতে পটুয়াখালীর মহিপুরে উঠেছে।

তিনি আরও জানান, এফবি মায়ের দোয়া ট্রলারটি ঘাটে ওই দুই জেলে নিয়ে আসবেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম