Logo
Logo
×

সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৫:৪৩ পিএম

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছোট ছেলে মো. ইয়ামিন ও গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছোট ছেলে মো. ইয়াসিন।

ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানান, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিলেন। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অপরদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানান, ইয়াসিনকে নিয়ে তার মা রান্নার আয়োজন করছিল। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের আড়ালে চলে যায়। পরে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম