
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পিএম
বিয়ের দুই মাসের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১০:২০ পিএম

ছবি-যুগান্তর
আরও পড়ুন
গাজীপুরের শ্রীপুরে বসতঘর থেকে খাদিজা বেগম স্মৃতির লাশ উদ্ধারের ঘটনায় স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কামান্ডার এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতার জাহিদুল ইসলাম শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সবুর উদ্দিনের ছেলে।
গত ২৮ জুন উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রাম থেকে স্মৃতির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বাহাদুর খাদেমের মেয়ে।
র্যাব কমান্ডার মাঈদুল ইসলাম জানান, গ্রেফতার জাহিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, স্মৃতির সঙ্গে তার পরিচয়ের পর দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ঈদুল ফিতরের আগের দিন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। শুরুর দিকে তাদের দাম্পত্য জীবন ভালোই যাচ্ছিল। একপর্যায়ে স্মৃতির অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করেন জাহিদ। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। গত ২৮ জুন সকালে স্মৃতি ও জাহিদের মধ্যে ফের ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্মৃতিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হত্যার ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হবে।