Logo
Logo
×

সারাদেশ

সাত মাসে নোয়াখালীতে ৩০ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ৭

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৮:১২ এএম

সাত মাসে নোয়াখালীতে ৩০ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ৭

প্রতীকী ছবি

নোয়াখালীতে নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদন প্রকাশ করেছে জেলা নারী অধিকার জোট।

এতে বলা হয়েছে- ১ জানুয়ারি  থেকে ৩০ জুলাই পর্যন্ত নোয়াখালী জেলায় ৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে সাতটি। যৌতুকের জন্য সাতজনকে নির্যাতন করা হয়েছে, অপহরণের ঘটনা ঘটেছে তিনটি এবং বিভিন্ন ঘটনায় ১২ জন হত্যার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে গত সাত মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন জেলা নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভিন।

এ সময় বক্তব্য রাখেন- জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফারজানা তিথি প্রমুখ। 

বক্তারা বলেন, প্রতিবেদনে প্রকাশিত ঘটনাগুলো থানার রেকর্ড থেকে সংগ্রহ করা হয়েছে।  এর বাইরেও অনেক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে সমাজের কারণে ওই সব ঘটনার মামলা করা যায়নি। আবার অনেক সময় থানায় গেলেও মামলা করতে পারেননি ভুক্তভোগী বা পুলিশ মামলা নেয়নি। আবার অর্থনৈতিক কারণেও অনেকেই আদালতে মামলা করেননি।

বক্তারা জেলায় ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম