Logo
Logo
×

সারাদেশ

চাকা ফেটে সড়কে উল্টে গেল ভটভটি, কিশোর নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৮:৫১ এএম

চাকা ফেটে সড়কে উল্টে গেল ভটভটি, কিশোর নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় চাকা ফেটে সড়কে ভটভটি উল্টে রায়হান আলী (১৭) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকালে উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া থানার এসআই সুজাউদ্দৌলা জানান, নিহত রায়হান আলী নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর গ্রামের পুরাতন কাগজ-কার্টুন ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী আলী হাসানের ছেলে। রায়হান স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়ার পাশাপাশি বাবাকে ব্যবসায় সহযোগিতা করতো। শুক্রবার সকালে সে ভটভটিতে পুরাতন কাগজপত্র ও কার্টুন নিয়ে বিক্রির জন্য বগুড়ার দুপচাঁচিয়ায় একটি পেপার মিলে আসছিল। পথিমধ্যে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে ভটভটির পেছনের চাকা ফেটে যায়। প্রচণ্ড ঝাঁকুনিতে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি সড়কের উপর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রায়হান আলী মারা যায়। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, স্কুলছাত্র রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম