Logo
Logo
×

সারাদেশ

ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

Icon

টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ০৯:২৭ পিএম

ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে সাততলা ভবন থেকে পড়ে ছাবিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে মোক্তারবাড়ি রোডের খন্দকার মার্কেটের আবু হানিফের বাড়িতে এ ঘটনা ঘটে। 

ছাবিদ লক্ষ্মীপুর জেলার মাহিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, ছাবিদের বাবা মাহিম উদ্দিন ওই সাততলা ভবনের ছাদে একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন এবং ভবনের কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। 

বুধবার দুপুরে ছাবিদের মা তাকে গোসল করিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় ছাবিদ ছাদে তাদের বাসার পাশেই খেলা করছিল।

একপর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে নেওয়ার পথে বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম