Logo
Logo
×

সারাদেশ

ঘরে ডেকে কিশোরীকে ধর্ষণ

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০১:৩৮ এএম

ঘরে ডেকে কিশোরীকে ধর্ষণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী এতিম কিশোরীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে দুই সন্তানের জনক আবদুস ছালাম (৪০) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে।

অভিযুক্ত আবদুস ছালাম ধনবাড়ী পৌর এলাকার চর ভাতকুড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে। ঘটনাটি মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দিতে উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় মাতবররা। পুলিশি উদ্যোগে তা ভেস্তে গেছে। উপায় না পেয়ে অভিযুক্ত গা-ঢাকা দিয়েছেন।

নির্যাতিত প্রতিবন্ধী কিশোরীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ছালামের স্ত্রী-সন্তান বাড়িতে না থাকায় পাশের বাড়ির পিতামাতাহীন হতদরিদ্র প্রতিবন্ধী ওই কিশোরীকে ফুঁসলিয়ে ঘরে ডেকে নেয়। এ সময় ঘরের দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই কিশোরীকে হুমকি দেন ছালাম। পরবর্তীতে ওই কিশোরী তার সঙ্গে খারাপ আচরণের বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানায়।

এদিকে একেক করে ঘটনা প্রকাশ পেতে থাকলে রোববার সালিশি বৈঠকে স্থানীয় মাতবর জামাল সরকার, আব্দুল করিম, লাভলু, আনোয়ার, আকবর, ইসমাইল, শাজাহান  গংরা টাকায় দরকষাকষিতে  ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালান।

স্থানীয় কাউন্সিল নূর মোহাম্মদ জানান, কয়েক দিন আগে মেয়েটির বাবা মারা গেছেন। ওই প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে শুনেছি। ঘটনাটি মীমাংসাযোগ্য নয় বিধায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক ও স্থানীয় মাতবর লাভলু মিয়া বলেন, স্থানীয়ভাবে ঘটনা মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘটনা জানাজানি হলে পুলিশ এসে ওই প্রতিবন্ধী মেয়ে এবং তার বোন ও ভগিনীপতিকে থানায় নিয়ে গেছে।

প্রতিবন্ধীর ভগিনীপতি জানান, ছালাম যে খারাপ আচরণ করেছে সে সবই আমাদের কাছে বলেছে। থানায় অভিযোগ করেছি। আমরা গরিব মানুষ বিচার চাই।

ধনবাড়ী  থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস হোসাইন বলেন, ভুক্তভোগী ওই মেয়ে, তার বোন ও ভগিনীপতিকে থানায় এনে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনা আক্তারের উপস্থিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিনা আক্তার মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম