জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৮:৫৪ এএম
![জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ](https://cdn.jugantor.com/assets/news_photos/2022/07/16/image-573158-1657940066.jpg)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত। জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ।
শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে তিলকপুর আউট সিগনালের আগে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই জয়পুরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
ট্রেনের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও যাত্রীরা জানান, অতিরক্ত যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।