Logo
Logo
×

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Icon

নোয়াখালী ও সোনাইমুড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৬:০২ পিএম

প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক দুবাই প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে। সে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। পরে দুপুর ১২টায় ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূর নাম রুমি আক্তার (২২)। সে উপজেলার দেওটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবিয়াপাড়া গ্রামের ওমর আলী হাজী বাড়ির দুবাই প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি বসতঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের ননদ আসমা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে নিজ শয়ন কক্ষ থেকে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের  প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম