Logo
Logo
×

সারাদেশ

বাসর রাতে নববধূ উধাও

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২২, ০৯:০৫ এএম

বাসর রাতে নববধূ উধাও

নারায়ণগঞ্জের বন্দরে বাসর রাতে এক নববধূ (২২) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে এ ঘটনায় নববধূর স্বামী বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বন্দরের একরামপুরের স্বামীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নববধূ। অনেক খোঁজাখুঁজি করেও নববধূর কোনো সন্ধান না পেয়ে এ ঘটনায় নববধূর স্বামী ইব্রাহিম মিয়া থানায় জিডি করেন।

ইব্রাহিম মিয়া জানান, তিনি শুক্রবার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করেন। শনিবার বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান আর ঘরে ফিরে আসেননি। নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এ বিষয়ে বন্দর থানার ওসি দীপক চন্দা সাহা বলেন, নববধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। আমরা ওই নববধূকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম