Logo
Logo
×

সারাদেশ

মেয়েকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:২৬ পিএম

মেয়েকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

রংপুরের পীরগাছায় জমি নিয়ে ঝগড়ার জেরে মেয়েকে কুপিয়ে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন।  এ সময় তার ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার রাত ৮টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে ঝগড়ার জেরে রোববার রাত ৮টার দিকে মেয়েদের সঙ্গে কথা কাটাকাটি হয় রশিদুল ইসলাম কোকলের। একপর্যায়ে তিনি বড় মেয়ে রাফিয়া আক্তারকে (১১) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন।  

এ সময় তার মা ফাতেমা বেগম, স্ত্রী জেসমিন আক্তার বুলবুলি (২৭) ও ছোট মেয়ে রুবাইয়া আক্তারকে (৪) ছুরিকাঘাত করেন।  এমনকি একটি পোষা গরুকেও ছুরিকাঘাত করেন কোকল।  

সবাইকে কুপিয়ে কোকল নিজের গলায় ছুরি চালিয়ে ও পরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। 

আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীরগাছা থানার এসআই আব্দুল মালেক জানান, কোকলের বিরুদ্ধে তার শ্বশুর মামলা করেছেন।  তিনি এখন পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম