Logo
Logo
×

সারাদেশ

শাহজাদপুরে বন্যার পানি বেড়েই চলেছে

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০২:২১ পিএম

শাহজাদপুরে বন্যার পানি বেড়েই চলেছে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাওয়ায় শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রামে একটি মসজিদসহ ৫০টি বাড়িঘর যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। নদী ভাঙনে নিঃস্ব মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এছাড়া বানতিয়ার গ্রামের কাঁচা সড়ক ডুবে যাওয়ায় মানুষজন বাঁশের সাঁকো দিয়ে অথবা নৌকায় পারাপার হচ্ছে। চরের জমি ডুবে যাওয়ায় তিল, কাউন, বাদাম ও পটলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আরও ৩ দিন। ভাঙনকবলিত শাহজাদপুরের গ্রামগুলোতে ভাঙনরোধে জিও বস্তা ফেলা হচ্ছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এতে কৃষকের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ অধিকাংশ ফসল তারা ঘরে তুলতে পেরেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম