Logo
Logo
×

সারাদেশ

গানে গানে বন্যার্তদের জন্য টাকা সংগ্রহ (ভিডিও)

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০২:১৭ পিএম

গানে গানে বন্যার্তদের জন্য টাকা সংগ্রহ (ভিডিও)

‘ভিক্ষা দাও গো পুরবাসী, এসেছি তব কাছে সন্তান মোর উপবাসী’ গান গেয়ে নেত্রকোনার সংস্কৃতি শিল্পীরা বন্যার্তদের সাহায্যের জন্য টাকা সংগ্রহ করছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় শহিদ মিনারের সামনে মিলিত হয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

দলটির নেতৃত্বে ছিলেন জেলা উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বর্তমান সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, সংস্কৃতিকর্মী আবু ইছাক, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সম্পাদক মো. আলমগীরসহ কয়েকজন।

সঙ্গীত শিল্পী নারায়ণ কর্মকার, নীল বিশ্বাস, নাজনীন সুলতানা, শুভ বণিকসহ বিভিন্ন শিল্পীরা গান গেয়ে প্রায় ৭৭ হাজার টাকা সংগ্রহ করেন।

এর আগে শনিবার রাতে শহরের অজহর রোড এলাকায় উদীচী কার্যালয়ে সংস্কৃতিকর্মীরা জরুরি সভা করেন। এ সময় জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, প্রাবন্ধিক স্বপন কুমার পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান সংস্কৃতিকর্মী এটিএম রাজ্জাক, সুব্রত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংস্কৃতিকর্মী মো. আলমগীর জানান, বন্যার্তদের মধ্যে সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বন্যা পরিস্থিতিতে সবাইকে জরুরি দ্রব্যসামগ্রী হাতের কাছে ও সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হয়। বন্যার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি নম্বর চালু, বন্যাকবলিতদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সহনীয় পর্যায়ে ভাড়া গ্রহণ, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, প্রতিটি ইউনিয়নে একাধিক মেডিকেল টিম গঠন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে জানান, জেলায় ৩২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাতে ৪৫ হাজার ৬২৭ জন পুরুষ, ৪৪ হাজার ২২০ জন নারী, ১৬ হাজার ৮৮ জন শিশু ও ৭৬৩ জন প্রতিবন্ধী আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলাসহ ৮২টি মেডিকেল টিম নিয়োজিত হয়েছে। আর ৩ লাখ ৯৬ হাজার ৫৭০ জন মানুষ পানিবন্দি রয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম