বন্যার্তদের পাশে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৩:৪৪ এএম
ছবি: যুগান্তর
সিলেট-সুনামগঞ্জের অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
প্রায় ১৫০০ পরিবারের এক সপ্তাহের খাদ্য সহায়তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রোববার সকালে যাত্রা শুরু করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের দুটি বিশেষ টিম।
বন্যার্তের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশেষ টিম দুটির সঙ্গে রয়েছে মহানগর ছাত্রলীগের একঝাঁক তরুণ।
এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেন আহমেদ অনি। তার তত্ত্বাবধায়নে এ কর্মসূচি আয়োজিত হচ্ছে।
১৫০০ পরিবারের এক সপ্তাহের খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, বন রুটি, বাটার বন, গুড়া দুধ, টোস্ট বিস্কুট, সলটেজ বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই এবং প্রয়োজনীয় ওষুধসমূহ।
এ প্রসঙ্গে নওশের আহমেদ অনি জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই ছোট্ট প্রয়াস। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সবসময় সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।