Logo
Logo
×

সারাদেশ

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকার পরাজয়

Icon

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০১:৫৬ এএম

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে নৌকার পরাজয়

বিয়ানীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোটকেন্দ্রের প্রতিটিতে হেরেছেন নৌকার প্রার্থী মো. আব্দুস শুকুর।তিনি ২ হাজার ২৭০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।

নৌকার প্রার্থীর নিজ কেন্দ্রসহ উপজেলা নির্বাচনের মতো পৌর নির্বাচনেও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র কেন্দ্রে বিপুল ভোটের ব্যাবধানে পরাজয় হয়।

এবারের পৌর নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী জিএস ফারুকুল হক বিপুল ভোটে জয় পান। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ১০০।এ নির্বাচনে আওয়ামী লীগের আরও ৩জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জানা যায়, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরায় নৌকার প্রার্থী ৪র্থ, কসবা বালিকা বিদ্যালয়ে ২য়, কসবা প্রাথমিকে ২য়, খাসায় ২য়, পিএইচজিতে ৩য়, সরকারি কলেজে ৩য় স্থান অর্জন করেন।

পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৩২ ভোট ও অপর বিদ্রোহী প্রার্থী কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ৭০৯ ভোট পান।

আওয়ামী লীগে বিয়ানীবাজারে গত উপজেলা নির্বাচনে পৌরসভার কোন কেন্দ্রে নৌকা জয় পায়নি। সচেতন সমাজ মনে করেন দলকে সঠিকভাবে গুছাতে না পারলে উপজেলা ও পৌরসভার মতো জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম