Logo
Logo
×

সারাদেশ

গভীর রাতে সড়কে যুবকের লাশ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২২, ১০:০৭ পিএম

গভীর রাতে সড়কে যুবকের লাশ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার রাড়া এলাকায় গভীর রাতে হাসান আহমেদ নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। শাহরাস্তি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

জানা যায়, উয়ারুক স্টেশন বাজার সংলগ্ন কাজী ফিলিং স্টেশনের কর্মচারী হাসান আহমেদ আখন্দ গভীর রাতে ফিলিং স্টেশন ত্যাগ করেন। রাত প্রায় আড়াইটায় শাহরাস্তি থানা পুলিশের একটি দল দায়িত্ব পালনকালে সড়কের মাঝখানে তার লাশ পড়ে থাকতে দেখেন। তারা লাশটি উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার এসআই জুলফিকার আলী জানান, রাতে দায়িত্ব পালনকালে বিপরীত থেকে আসা একজন পথচারী লাশটি পড়ে থাকতে দেখেন। তিনি সামনে এসে আমাদের অবহিত করলে  আমরা গিয়ে লাশ উদ্ধার করি।

ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন জানান, পুলিশ হাসানের লাশ দেখতে পেয়ে আমাদের অবহিত করেন। সে আমার এখানে কাজ শেষে স্টেশনের চাবি বুঝিয়ে দিয়ে বাড়ি যাচ্ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সড়ক দুর্ঘটনায় কারণে তার মৃত্যু হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। হাসান শাহরাস্তি উপজেলার রাড়া আখন্দ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মান্নান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম