Logo
Logo
×

সারাদেশ

সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২২, ০১:৫০ এএম

সহপাঠীকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

সহপাঠীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশ থানায় নিয়েছে গেছে সেই ছাত্রীকে।

বরিশাল সদর উপজেলার ২নং কাশীপুর ইউনিয়নের কলশ গ্রামে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিক।

তিনি জানান, খবর পেয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, যে ছেলেকে বিয়ের দাবি জানিয়েছে, তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকালে কলশ গ্রামের বাসিন্দা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নাঈমের বাসায় গিয়ে অবস্থান নেন তারই এক ক্লাসমেট।ওই ছাত্রীর বাড়ি পটুয়াখালী।

ছাত্রীর দাবি, নাঈমের সঙ্গে তার প্রায় এক বছরের প্রেমের সর্ম্পক। কিন্তু কিছুদিন ধরে নাঈম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।এতে বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান নিয়েছে।

ছাত্রী আরও বলেছে, নাঈম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আমি সেই আশ্বাসে এসেছি।

তবে নাঈম বলছে, ক্লাসমেট হিসেবে তার সঙ্গে ভালো সর্ম্পক। কিন্তু তার সঙ্গে আমার কোন প্রেমের সর্ম্পক নেই। সে আমার জাস্ট ফ্রেন্ড। কিন্ত কেন সে এই কাজটি করলো আমি বুঝতে পারছি না। পুরো ঘটনা নিয়ে আমি এবং আমার পরিবার বিপাকে পড়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম