
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
গাছে পিকআপের ধাক্কা, ২ জেলে নিহত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:০৫ পিএম

আরও পড়ুন
লক্ষ্মীপুরের রামগতিতে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল হোসেন (৪০) ও গিয়াস উদ্দিন (৩৮) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে আলেকজান্ডার-সোনাপুর সড়কের উপজেলার আজাদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল উপজেলার চরকলাকোপা গ্রামের আবুল কালামের ছেলে ও গিয়াস একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা পেশায় জেলে ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাছ নিয়ে একটি মিনি পিকআপ নিয়ে জেলেরা রামগতি থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বেলাল মারা যান। গিয়াসসহ আহত হন চারজন। আশঙ্কাজনক অবস্থায় গিয়াসকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার সময় তিনিও মারা যান।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত তিনজনকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।