Logo
Logo
×

সারাদেশ

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: কৃষিমন্ত্রী

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৫:২৯ পিএম

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমরা উৎপাদিত খাদ্যকে পুষ্টিগুণে সমৃদ্ধ এবং নিরাপদ করার জন্য কাজ করছি। 

বৃহস্পতিবার দুপুরে নাটোরে দেশের একমাত্র ঔষধি গ্রাম পরিদর্শন শেষে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ ঈদগাহ মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে চায়। কৃষির উৎপাদন যেন কৃষকের শুধুমাত্র খাদ্য চাহিদা পূরণের সহায়ক না হয়। কৃষি যেন অর্থকরি ফসলে পরিণত হয়। কৃষি যেন তাদের জীবন ও জীবিকার উৎস হিসেবে কাজ করে। কৃষকের উৎপাদিত শাকসবজি ও ফল সংরক্ষণে সম্প্রতি সরকার পাল্টিপল কোল্ডস্টোরেজ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ ঐতিহ্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনৈতিক দল। অপরদিকে আন্দোলনে ব্যর্থ বিএনপি শুধু আন্দোলনের ঘোষণাই দেয়, আন্দোলন করার সক্ষমতা তাদের নেই। ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। এগুলো আমরা মোকাবিলা করে এসেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ একাই যথেষ্ট। 

আবদুল রাজ্জাক বলেন, বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, দেশকে পিছনে নিয়ে যেতে চায়। আর আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবিলা করে দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে চায়। বর্তমান সরকার বৈধ ও সাংবিধানিক সরকার। এ সরকার ক্ষমতায় থাকাকালে সরকারের দায়িত্ব হলো সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। কাজেই আন্দোলন সংগ্রামের নামে সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বিএনপিকে করতে দেওয়া হবে না। 

তিনি বলেন, দেশে অভূতপূর্ব উন্নয়নের বিচ্ছুরিত আলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জড়িয়ে আছে। উন্নয়নের এ মশাল এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। 

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংসদ সদস্য রত্না আহমেদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সংসদ সদস্য শামীমা ইয়াসমিন, সংসদ সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ। 

মন্ত্রী ভেষজ গ্রামের খোলাবাড়িয়া মধ্যপাড়াতে আদর্শ কৃষক জয়নাল আবেদীনের সাড়ে পাঁচশ প্রজাতির ঔষধি বৃক্ষের মিউজিয়ামও পরিদর্শন করেন। এর আগে বুধবার রাতে কৃষিমন্ত্রী নাটোরের একডালাতে প্রাণ এগ্রো লিমিটেডের কারখানা পরিদর্শন করেন। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম