
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২২ পিএম
মা ও দুই সন্তানসহ ৩ জনকে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:৪৬ এএম

আরও পড়ুন
নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার সকালে বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে করে হত্যা করা হয়। আর রহিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। কাজের সুবাদে তিনি শনিবার গাজীপুরে যান। রোববার সকালে বাড়িতে এসে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, কী কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের কাজ চলছে।