
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৩ এএম
যৌতুকের জন্য স্ত্রীকে এ কেমন নির্যাতন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২২, ১০:১০ পিএম

আরও পড়ুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকলোভী স্বামী তার স্ত্রীকে হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে নির্যাতন করার অভিযোগে স্বামীকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে রোববার ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আটককৃত স্বামী রাজন মিয়া ওরফে রফিককে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন।
জানা যায়, ৭ মাস পূর্বে উপজেলার চরশিহারী গ্রামের দরিদ্র কৃষক সাইফুল মিয়ার কন্যা শিউলি আক্তারের (১৯) সঙ্গে নেত্রকোনা সদর উপজেলার আমতলী ইউনিয়নের ঝগড়াকান্দা গ্রামের মৃত লাল চাঁন মিয়ার পুত্র রাজনের বিয়ে হয়। বিয়ের সময় দরিদ্র পিতা নগদ ৫০ হাজার টাকাসহ ১ লাখ টাকার মালামাল দেন। বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে যৌতুকের জন্য শিউলিকে প্রায় সময়ই মারধর করে হত্যার হুমকি দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
গত ১৩ মে সকাল ১০টার দিকে শিউলি স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তাকে হাত-পা বেঁধে পাশের পুকুরে ফেলে দেয় এবং বিষয়টি মোবাইলে ধারণ করে পরিবারের কাছে পাঠায়। পুকুরে পানি কম থাকায় শিউলি বেঁচে যায়। পিতার কাছ থেকে টাকা এনে দেওয়ার কথা বলে স্বামীকে ঈশ্বরগঞ্জের চরশিহারী গ্রামে নিয়ে আসেন।
পিতার বাড়িতে আসার পর টাকার জন্য ফের শিউলিকে মারধর করলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী রাজনকে আটক করে।
শিউলির বাবা জানান, মেয়েকে বিয়ের পূর্বে রাজন আরও একটি বিয়ে করেছিল, যা গোপন করা হয়। পূর্বের স্ত্রীকেও একই কায়দায় টাকা-পয়সা নিয়ে নির্যাতন করে ছেড়ে দেয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।