Logo
Logo
×

সারাদেশ

গৃহবধূকে আটকে ধর্ষণ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২২, ০৯:১০ এএম

গৃহবধূকে আটকে ধর্ষণ, ৯৯৯-এর ফোনে উদ্ধার

প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূ ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে সহযোগিতা চাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক মন্টু প্রামাণিককেও (৩০) আটক করা হয়। 

আটক মন্টু প্রামাণিক বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে। শনিবার বিকালে পুলিশ নাটোর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। 

মামলা, পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জেলার লালপুর উপজেলার মেয়ে ও গুরুদাসপুর প্রফেসরপাড়া মহল্লার ওই গৃহবধূ (২১) বৃহস্পতিবার সন্ধ্যায় তার ধর্মভাই বড়াইগ্রাম উপজেলার মাধাইমুড়ি গ্রামের আফসার আলী মেম্বারের ছেলে শরীফুল ইসলাম শরীফের বাড়িতে বেড়াতে আসেন। শরীফ তাকে নিয়ে শুক্রবার বিকালে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সেনানিবাস এলাকায় বেড়াতে গিয়ে গৃহবধূকে একটি খাবার হোটেলে বসিয়ে রেখে সটকে পড়ে। 

পরে তার বন্ধু মন্টু প্রামাণিক এসে অনেক রাত হয়ে যাওয়ায় কৌশলে তার মিশ্রিপাড়ার নিজের বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে ধারালো অস্ত্রের মুখে পরপর দুবার তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূ ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং ধর্ষক রাজমিস্ত্রি মন্টু প্রামাণিককে আটক করে। নাটোর আধুনিক সদর হাসপাতালে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিত গৃহবধূর ধর্মভাই শরীফকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম