Logo
Logo
×

সারাদেশ

অ্যাপের মাধ্যমে ধান-চাল সংগ্রহ শুরু 

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২২, ০৯:৫৫ পিএম

অ্যাপের মাধ্যমে ধান-চাল সংগ্রহ শুরু 

ছবি: যুগান্তর

নড়াইলে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান কার্যক্রম শুরু হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা দরে চাল সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি পর্যায়ে সংগ্রহ কার্যক্রম শুরু হলো। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সদর খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক অনির্বাণ ভদ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মনির হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জমান, সদর খাদ্যগুদাম ইনচার্জ তরুণ বালাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কৃষকের অ্যাপের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রয়ে আগ্রহী আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত লটারিতে বিজয়ী কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান সংগ্রহ করা হচ্ছে।

এবার একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এদিকে চাল কেনা হচ্ছে বরাবরের মতো তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে।

খাদ্য বিভাগ জানায়, এ বছর জেলায় মোট ৪ হাজার ৭২৭ মেট্রিক টন চাল, ৬ হাজার ৭৯৬ মেট্রিক টন ধান এবং ৮৭৪ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭ টাকা এবং চাল ৪০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম