Logo
Logo
×

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৭ মে ২০২২, ০৬:০২ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেচপাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নুরপুরের পাশে কুকুড়িয়া খালের পশ্চিমে কৃষি খামার পরিচালনা করে আসছেন বাবুল মিয়া।  প্রতিদিনের মতো সকালে নিজের বৈদ্যুতিক সেচপাম্পে কাজ করতে যান তিনি। দুপুর ১২টার দিকে একজন কৃষক সেচপাম্পে পানি পান করতে গিয়ে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন বাবুল মিয়া। 

পরে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম