Logo
Logo
×

সারাদেশ

সেই জাহাজ উদ্ধারে বাঁচল ৮০০ কোটি টাকার পণ্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২২, ১০:২৪ এএম

সেই জাহাজ উদ্ধারে বাঁচল ৮০০ কোটি টাকার পণ্য

কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে বসেছিল ১১৫৬ টিইইউএস কনটেইনার বোঝাই ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হেইনান সিটি’ জাহাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর এলাকায় আনা হয়েছে।

বেসরকারি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বুধবার বিকালে জাহাজটি নোঙর করানো হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটির বেশিরভাগ কনটেইনারই রপ্তানি পণ্যভর্তি। এটি উদ্ধার করে জেটিতে ভিড়িয়ে প্রায় ৮০০ কোটি টাকার মতো পণ্য রক্ষা করা গেছে।

তিনি আরও বলেন, জাহাজ উদ্ধারকাজ সম্পাদন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ৮০০ কোটি টাকার মূল্যের রপ্তানি পণ্য যেমন রক্ষা পেয়েছে, তেমনি জাহাজ ডুবে গেলে স্বাভাবিক নৌ চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্ট হতো, তা থেকে বন্দর রক্ষা পেয়েছে। এ কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম বাড়বে। একই সঙ্গে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতি হতে রক্ষা পেয়েছেন।

উল্লেখ্য, ১৭২ মিটার দৈর্ঘ্যের ‘এমভি হেইনান সিটি’ জাহাজটি গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর ত্যাগের পর গভীর সমুদ্রের কুতুবদিয়া এলাকায় ‘এমটি ওরিয়ন এক্সপ্রেস’ নামের অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগায়। 

এতে জাহাজের কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে সেটি কাত হয়ে যায়। পানি প্রবেশের ফলে জাহাজটি ডুবতে বসেছিল। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে জাহাজটি কুতুবদিয়া এলাকায় নোঙর করে। এটি মেরামত করার জন্য এর অভ্যন্তরের কনটেইনার খালাস করা জরুরি হয়ে পড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম