
প্রিন্ট: ১৯ এপ্রিল ২০২৫, ০২:৪৭ এএম
চরে নারীর ‘অর্ধেক খেয়ে ফেলা’ লাশ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:৫৪ পিএম

আরও পড়ুন
শরীয়তপুরের জাজিরায় এক নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ। লাশের অর্ধেক কিছুতে খেয়ে ফেলেছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডার চরের আমির মল্লিক কান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সিডার চর আমির মল্লিক কান্দি এলাকার নদীর পাড়ে বিকৃত অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে জাজিরা নৌ-পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
জাজিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি নদীর চরে একটি লাশ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, লাশের কোমর থেকে নিচ পর্যন্ত মাছ বা অন্য কিছুতে খেয়ে ফেলেছে। লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি যেকোনো স্থান থেকে ভাসতে-ভাসতে এখানে চলে এসেছে।