Logo
Logo
×

সারাদেশ

বিরামপুরে ঈদের আগে নতুন ঠিকানা পেল ৯৮৫ পরিবার 

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০২:৩০ পিএম

বিরামপুরে ঈদের আগে নতুন ঠিকানা পেল ৯৮৫ পরিবার 

ছবি: যুগান্তর

মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে  দেশের সব ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে বিরামপুর উপজেলায়ও একক গৃহনির্মাণকাজ চলমান রয়েছে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী আজ ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

এসব বাড়ি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে গৃহ নির্মাণের কাজ প্রায় শেষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, খুবই সুন্দরভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে, যাতে গরিব গৃহহীনরা এ নতুন বাড়ি পেয়ে অতীতের ঘর না থাকার কষ্ট ভুলে যায়। আধাপাকা প্রতিটি গৃহনির্মাণে  বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে— দুটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, এ আশ্রয়ণ প্রকল্পে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মিলে মোট ৯৮৫ পরিবার জায়গা পাচ্ছেন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনরা। 

প্রধানমন্ত্রী উপহার তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুভ উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী ও ইউএনও পরিমল কুমার সরকারসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব-দুঃখী নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম