
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০২:২০ এএম
নিখোঁজ বৃদ্ধের লাশ বাঁশঝাড়ে

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০২:১০ পিএম

ছবি: যুগান্তর
আরও পড়ুন
নাটোরের সিংড়ায় নিখোঁজের তিন দিন পর মো. জাবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে সিংড়া ও সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে তার লাশ পড়ে ছিল।
খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা মো. জাবেদ আলী গত ২২ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে গোবিন্দপুর এলাকার একটি বাঁশঝাড়ের মধ্যে থেকে দুগন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এ সময় লাশটি জাবেদ আলীর বলে শনাক্ত করে তার ছেলে মনিরুল ইসলাম। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মনিরুল ইসলাম জানান, তার বাবা জাবেদ আলী সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।