Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে খাপড়া ওয়ার্ড দিবস পালিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১০:৪৪ পিএম

রাজশাহীতে খাপড়া ওয়ার্ড দিবস পালিত

ছবি-যুগান্তর

যথাযোগ্য মর্যাদায় ও কর্মসূচির মাধ্যমে রাজশাহীতে পালিত হয়েছে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস। 

রোববার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেদিতে পুস্পস্তবক অর্পণ, শহিদদের স্মরণে নীরবতা পালন এবং সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দিবসটি পালন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতারা। 

নিম্নমানের খাবার ও বন্দি নির্যাতনের প্রতিবাদে অনশন ও আন্দোলন করায় ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালায় তৎকালীন জেল পুলিশ। 

এতে নিহত হন ময়মনসিংহের কমরেড সুখেন্দু ভট্টাচার্য, দিনাজপুরের বলরাম সিংহ, চাঁপাইনবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার দেলোয়ার হোসেন ও হানিফ শেখ এবং খুলনার বিজন সেন ও আনোয়ার হোসেন। তারা সবাই কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী ছিলেন। 

সেই থেকে ওয়ার্কার্স পার্টিসহ বাম সংগঠনগুলো খাপড়া ওয়ার্ড দিবস পালন করে আসছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবুর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যান। 

সেখানে খাপড়া ওয়ার্ডের শহিদ বেদিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

সভায় বক্তারা বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে আন্দোলনরত কমিউনিস্ট বিপ্লবীরা পুলিশের গুলিতে প্রাণ হারান। এই বীর শহিদরা যুগে যুগে তরুণ প্রজন্মের জন্য অফুরন্ত প্রেরণার উৎস। খাপড়া ওয়ার্ড শহিদরা বর্তমান প্রজন্মের মানবিক ও সমাজতান্ত্রিক সমাজ-রাষ্ট্র বিনির্মাণের লড়াই-সংগ্রামের পথ দেখিয়েছেন।

কর্মসূচিতে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির, মহানগর সদস্য মতিউর রহমান মতি, শামীম ইমতিয়াজ, আলমগীর হোসেন, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম