Logo
Logo
×

সারাদেশ

‘ঋণ পরিশোধ করতে না পেরে’ ব্যবসায়ীর আত্মহত্যা

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৯:৪৭ এএম

‘ঋণ পরিশোধ করতে না পেরে’ ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মো. জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খার হাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

জাকির হোসেন ওই ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে রমজানপুরের হামেদ খার হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকান দিয়ে ব্যবসা করছিলেন। ব্যবসার কাজে বিভিন্ন পরিচিত লোকজন ও এনজিও থেকে ঋণ নেন। 

ঋণের টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে শুক্রবার ভোরে ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জাকির হোসেন। 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম