Logo
Logo
×

সারাদেশ

তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৬:০৩ পিএম

তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিল্লাল নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় তিতাস নদীতে নৌকাটি ধান নিয়ে ডুবে যায়। 

নিখোঁজ শ্রমিক বিল্লাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ঘটনাস্থলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে চাপুইর থেকে ধান বোঝাই করে একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুইজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি নদীর তীরে সাঁতার কেটে উঠে পড়েন। কিন্তু এ সময় বিল্লাল নামের আরেক ধান কাটার শ্রমিকের কোনো সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে। নদীর এই জায়গাটিতে গভীরতা অনেক। তাই উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে। উদ্ধার অভিযান চালাতে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম