Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন

Icon

বেনাপোল (যশোর ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৮:৩২ এএম

বেনাপোল বন্দরে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন

বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ট্রাকে আগুন লেগে তিনটি ট্রাক পুড়ে গেছে।

শুক্রবার ভোরে সাহরি খাওয়ার সময় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী বন্দরের নিরাপত্তারক্ষীরা জানান, সাহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে।  ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং ভর্তি তিনটি ভারতীয় ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পণ্য চালানটি বুধবার ভারত থেকে তিনটি ট্রাকে আমদানি হয়।

ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।

উল্লেখ্য, ৫ মাস আগেও ব্লিচিং ভর্তি আরেকটি ভারতীয় ট্রাক আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম