Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেল স্বামী

Icon

নরসিংদী ও পলাশ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৬:০২ পিএম

স্ত্রীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেল স্বামী

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় পারিবারিক কলহেরের জের ধরে বর্ষা বেগম (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অন্তর সরকারের বিরুদ্ধে। বুধবার উপজেলার ঘোড়াশাল পৌর ভাঙ্গাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত অন্তর সরকার পলাতক রয়েছে।  

নিহত বর্ষা বেগম চরসিন্দুর ইউনিয়নের চরখোপি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, সাত মাস আগে পারিবারিকভাবে ভাঙ্গাল পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর সরকারের সঙ্গে বর্ষা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। এ নিয়ে প্রায় সময় বর্ষাকে মারধরও করত তার স্বামী অন্তর সরকার। সর্বশেষ বুধবার সকালে মারধর করে শ্বাসরোধে হত্যার পর তা আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় স্বামী। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তদন্ত রির্পোটের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম