Logo
Logo
×

সারাদেশ

মোবাইল কেড়ে নেওয়ায় স্কুলছাত্রীর কাণ্ড, হাতে লেখা ৩ নাম

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৭:৩২ পিএম

মোবাইল কেড়ে নেওয়ায় স্কুলছাত্রীর কাণ্ড, হাতে লেখা ৩ নাম

পাবনার চাটমোহরে মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে তানজিলা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর হাতে কালি দিয়ে তিনজনের নাম লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

তানজিলা খাতুন ওই গ্রামের মৃত তফেজ উদ্দিনের মেয়ে। সে কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে তানজিলার হাতে মোবাইল দেখে বকুনি দিয়ে মোবাইল কেড়ে নেন মা রুপসী খাতুন। এরপর মেয়েকে স্কুলে যেতে বলে বাড়ির বাইরে কাজে চলে যান তিনি। আধঘণ্টা পর ফিরে এসে ঘরের ডাবের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তানজিলাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন রুপসী খাতুন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে লাশের সুরতহাল করার সময় তানজিলার বাম হাতে কলমের কালি দিয়ে লেখা তিনটি নাম দেখতে পাওয়া যায়। এর মধ্যে ‘আকাশ’ নাম লেখা স্পষ্ট হলেও অপর দুটি নাম ছিল অস্পষ্ট। 

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে তানজিলার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের বাম হাতে তিনটি নাম লেখা আছে। এর মধ্যে দুটি অস্পষ্ট। তবে আকাশ নামটি স্পষ্ট। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম