Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

Icon

নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৩:১৩ পিএম

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই আপন চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার সরকারি কলেজের পুকুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রোজা মনি (৬) ও তার ছোট ভাই মনির হোসেনের মেয়ে নুসাইবা (৬)।

পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে পৌর এলাকার সরকারি পুকুরে গোসল যায় রোজা মনি ও নুসাইবা। কিন্তু তারা কেউ-ই সাঁতার জানত না। এ সময় পুকুরে ভাসমান কলাগাছ ধরে সাঁতার কাটছিল দুই বোন। হঠাৎ কলাগাছ থেকে তাদের হাত পিছলে পানিতে তলিয়ে যায় দুই শিশু।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম