Logo
Logo
×

সারাদেশ

অপহরণের ৪ দিন পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার ১

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৯:৩১ পিএম

অপহরণের ৪ দিন পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেফতার ১

রাজবাড়ীর গোয়ালন্দে অপহরণের ৪ দিন পর ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় গোলাপ সরদার নামে এক ব্যক্তিকে (৫০) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গোলাপ সরদারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার বাসিন্দা।

মামলার অপর দুই আসামি হলো- গোলাপ সরদারের ছেলে সাজন সরদার (২০) ও  স্ত্রী সাবানা বেগম (৫০)।  

স্কুলছাত্রীর পরিবার জানায়, গত ৫ এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের সামনে থেকে কৌশলে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর তারা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৭ এপ্রিল সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় ৩ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২-৩ জনের নামে অপহরণ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়েরের ৩৫ ঘণ্টার মধ্যে শনিবার সকালে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মামলার এজাহারভুক্ত ২নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালছে। উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম