Logo
Logo
×

সারাদেশ

পুকুর দেখার কথা বলে অন্যের স্ত্রীর কাছে, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৭:১৯ পিএম

পুকুর দেখার কথা বলে অন্যের স্ত্রীর কাছে, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁর রানীনগরে পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৬) নামে এক মাছচাষিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার দেউলা মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে। রোববার আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহত রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত রতন সরকার একজন মাছচাষি। গ্রামে তার দুইটি পুকুরে মাছ চাষ করতেন। শনিবার রাত ১১টার দিকে তিনি পুকুর দেখাশোনা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পরকীয়ার জন্য অন্যের স্ত্রীর কাছে যান। এ সময় গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে রতনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ির পাশে খলিয়ানে ফেলে রেখে চলে যায়।

মধ্যরাতে রতনের পরিবারের লোকজন জানতে পারে বাড়ির কাছে একটি খলিয়ানে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে রতন। এরপর রতনের পরিবারের লোকজন উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, এ ঘটনায় নিহতের ছোটভাই অসিত কুমার ঘাতক স্বামী ও স্ত্রীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরপর পুলিশ স্বামী ও স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পরকীয়ার জের ধরে রতনকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেন। আটক দুইজনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম