
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৬:০৬ পিএম

আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে গোলাম রাব্বানী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় ট্রলির চালকসহ দুজন আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রহনপুর-কাজিগ্রাম সড়কের পাশের খাঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বানী রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামের কবির আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইটবোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজিগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার গোলাম রাব্বানীর মৃত্যু হয়।
গুরুতর আহত হন ট্রলিচালকসহ আরও দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, দুর্ঘটানার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।