Logo
Logo
×

সারাদেশ

কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রাণ গেল শ্রমিক লীগ কর্মীর

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম

কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রাণ গেল শ্রমিক লীগ কর্মীর

প্রতীকী ছবি

টাঙ্গাইলে শ্রমিক লীগের শোডাউনে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুয়েল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের আশেকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল সদর উপজেলার যুগির বয়ড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান।

টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া দেওয়ান জানান, সকালে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরুসহ নেতাকর্মীরা বগুড়ার দিকে যাচ্ছিলেন। সদর উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহাসড়কের দিকে তারা যাচ্ছিলেন। তাদের বহরে থাকা জুয়েলের মোটরসাইকেলটি আশেকপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে অন্য একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে জুয়েল রাস্তায় পড়ে যান। পরে একটি ট্রাক তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এসআই লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে নিহতের সুজুকি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম