Logo
Logo
×

সারাদেশ

গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৬:০৬ পিএম

গ্রাহকের ২০ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

মানিকগঞ্জের সিংগাইরে আত্মসেবা ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। এ খবরে সিংগাইর পৌরসভার আজিমপুর মহল্লায় ওই এনজিওর কার্যালয়ে ভিড় করেছেন গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠাটির অফিসে গেলে তালা ঝুলতে দেখা যায়।

জানা গেছে, প্রায় ১৫-২০ দিন আগে সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার আবুল হোসেনের বাড়ির দোতলায় আত্মসেবা ফাউন্ডেশনের অফিসের জন্য ভাড়া নেন অজ্ঞাত ৫-৭ জন যুবক। ওই বাড়িতে আত্মসেবা ফাউন্ডেশনের নামে একটি সাইনবোর্ড টানিয়ে ঋণদানের নামে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ শুরু করেন। এনজিওটি ঋণগ্রহীতাদের খুঁজে ১০ শতাংশ হারে অগ্রিম সঞ্চয় সংগ্রহ করে। এনজিওটি পুরো উপজেলা থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করে। সোমবার সকালে অফিস তালা দিয়ে গ্রাহকের টাকা নিয়ে গোপনে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় বাইমাইল গ্রামের ভুক্তভোগী ইউসুফ খান বলেন, আত্মসেবা ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার ফয়সাল আহমেদ ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা সঞ্চয় দাবি করেন। তাকে ৮০ হাজার ৫০০ টাকা পরিশোধ করি। আগামী বুধবার আমাকে ঋণ দেওয়ার কথা। আজ ফয়সাল আহমেদের মোবাইল নম্বর বন্ধ পেয়ে অফিসে এসে দেখি অফিসও বন্ধ, তালা ঝুলছে।

নূরজাহান বেগম নামে আরেক গ্রাহক বলেন, ৫ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ছবি, আইডি কার্ড, একটি ফরম পূরণ করে নিয়ে যায়। সেই সঙ্গে অগ্রিম সঞ্চয় হিসেবে ৫০ হাজার টাকাও জমা দেই। এক সপ্তাহ পরে ঋণ দেওয়ার কথা ছিল।

বাড়ির মালিক আবুল হোসেনের স্ত্রী বলেন, মাসে ১০ হাজার টাকা ভাড়ার কথা বলে অন্য জেলার ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের একটি ফ্ল্যাট ভাড়া নেন। আগামী মাসের ৫ তারিখে তাদের পরিচয়পত্র ও এনজিওর কাগজপত্র দেওয়ার কথা ছিল। তবে সোমবার তারা পালিয়ে গেছে। মঙ্গলবার এনজিওটির কার্যালয়ে গিয়ে তা তালাবদ্ধ দেখে কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সিংগাইর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমানুর রহমান বলেন, আত্মসেবা ফাউন্ডেশন নামে আমাদের তালিকাভুক্ত কোনো এনজিও বা ঋণদানকারী সংস্থা নেই। এ ঘটনায় গ্রাহকরা অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম