Logo
Logo
×

সারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৮ পিএম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ছবি: যুগান্তর

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একদিন বন্ধ থাকার পর আবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার পর ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় ট্রাক। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হারুন-উর রশিদ জানান, সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে ভারত হতে পণ্য আমদানি শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য পানামা পোর্ট কর্তৃপক্ষের সব সময় প্রস্তুতি রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম