এক শতাংশ জমির জন্য ছোট ভাইকে কুপিয়ে হত্যা
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে এক শতাংশ জমির জন্য প্রকাশ্য দিবালোকে ছোট ভাই হাফেজ আহমেদকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আবদুল মালেক।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে হাফেজ আহমেদ (৬০) ও আবদুল মালেকের (৬৫) মধ্যে দীর্ঘ বছর ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে একাধিকবার সালিশ হয়। সালিশে হাফেজ আহমেদ এক শতাংশ জমি বেশি পায়। এ বিষয়টি বড় ভাই আবদুল মালেক মেনে নিতে পারেননি।
এ নিয়ে প্রায় সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে থাকত। শুক্রবার সকাল সাড়ে ৯টায় আবদুল মালেক হাফেজ আহমেদকে পাশের দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানের মধ্যে থাকা একটি ছুরি নিয়ে প্রকাশ্যে দিবালোকে হাফেজকে ছুরিকাঘাত এবং কুপিয়ে পালিয়ে যায় আবদুল মালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হাফেজ আহমেদ ও আবদুল মালেক সম্পর্কে সৎ ভাই। তাদের দুইজনের মধ্যে এক শতাংশ জায়গা নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে হাফেজকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক খুনি আবদুল মালেককে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।