Logo
Logo
×

সারাদেশ

বন্ধুদের নিয়ে মায়ের সঙ্গে দেখা করা হলো না সোহানের

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ০৬:৩০ পিএম

বন্ধুদের নিয়ে মায়ের সঙ্গে দেখা করা হলো না সোহানের

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহানুর রহমান সোহান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সাব্বির নিহত হয়। এছাড়া তাদের বন্ধু রাফি আহত হয়েছেন।

বুধবার দুপুরে সদর উপজেলার পীরগাছা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। তিনি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সদর থানার এসআই সোহেল রানা এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, সোহানুর রহমান সোহান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের পুটু আকন্দের ছেলে। তিনি শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মা বগুড়া সদরের পীরগাছা এলাকায় বাবার বাড়িতে বসবাস করেন।

সোহান মায়ের সঙ্গে দেখা করতে বুধবার দুপুরে মোটরসাইকেলে বন্ধু সাব্বির ও রাফিকে নিয়ে পীরগাছা গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। পীরগাছা বন্দরের কাছে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে সোহান নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সোহান মারা যান। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে চকরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মোকামতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন (১৬) মারা যায়।

নিহত সোহানের চাচা রানা আকন্দ জানান, ভাতিজা সোহানের লাশ পীরগাছা থেকে শিবগঞ্জের কাশিপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় বন্ধুসহ এক কলেজছাত্র নিহত এবং তাদের বন্ধু আহত হয়েছেন। পুলিশ পৌঁছার আগেই পরিবারের সদস্যরা হতাহতদের নিয়ে গেছেন।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম