Logo
Logo
×

সারাদেশ

লঞ্চে অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনেও ডিএনএ নমুনা সংগ্রহ চলছে

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১১:৫৭ এএম

লঞ্চে অগ্নিকাণ্ড: দ্বিতীয় দিনেও ডিএনএ নমুনা সংগ্রহ চলছে

ফাইল ছবি

ঝালকাতঠিতে অগ্নিকাণ্ডে অভিযান-১০ লঞ্চে নিহতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ চলছে।

মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা সদর জেনারেল হাসপাতালে ঢাকা থেকে আসা সিআইডির চার সদস্যের ফরেনসিক দল এ নমুনা সংগ্রহ করেছেন।

এর আগে সোমবার বিকাল ৪টায় দিকে বরগুনায় সদর হাসপাতালে ৩৫ স্বজনদের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। ২৩ জন নিখোঁজ ব্যক্তির পক্ষে ২৭ জন নমুনা দেন। বাকি ১২ স্বজনদের নমুনা সকাল ১১টায় গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত আইজিপির নির্দেশে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট মেডিকেল টেকনোলজিস্ট তাজুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম