
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১১:৪৪ এএম
অস্ত্রের ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৭:৫৬ এএম

আরও পড়ুন
ফরিদপুরের বোয়ালমারীতে ভাবিকে ধর্ষণের অভিযোগে মামলায় দেবরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার যুবক উপজেলার রুপাপাত ইউনিয়নে বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর রাতে ওই গৃহবধূর স্বামী কাটাগড় দেওয়ান শাহের মাজারে গান শুনতে যান। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গৃহবধূ (৩০) বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ১টার দিকে দেবর গৃহবধূর ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। সকালে স্বামীর বাড়িতে ফিরলে ঘটনা খুলে বলেন স্ত্রী। এরপর ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়।
বোয়ালমারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সকালে গ্রেফতার দেবরকে আদালতে ও ভুক্তভোগী গৃহবধূকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।