Logo
Logo
×

সারাদেশ

ডুবোচরে মৃত ডলফিন

Icon

যুগান্তর প্রতিবেদন ও বাউফল প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ এএম

ডুবোচরে মৃত ডলফিন

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর ডুবোচরে পাওয়া গেছে মৃত ডলফিন। শুক্রবার ভোরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে মৃত ডলফিনটি দেখতে পান।

চন্দ্রদ্বীপের কৃষক খলিলুর রহমান, ছালাম মৃধা, জামাল হোসেনসহ কয়েকজন জানান, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার নদীর চরধানদী এলাকায় ডুবোচরে আটকে যায় মৃত ডলফিনটি। এরই মধ্যে পচন ধরলেও ডলফিনটির ছাই রঙা পিঠ, সাদা বুক ও পেট স্পষ্ট বোঝা যাচ্ছে। ডলফিনটির ঠোট বাঁশির মতো। আর ঠোটের দুপাটিতে আছে অসংখ্য দাঁত। লম্বায় প্রায় পৌনে ৫ হাত। আনুমানিক ৬০-৬২ কেজির মতো ওজন হবে। পচন ধরে উৎকট গন্ধ ছড়াতে শুরু করেছে ডলফিনটি।

এ ব্যাপারে কালিশুরী ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক তাসলিমা বেগম জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া, লবণ পানির হানা, নদীতে চর জেগে ওঠা, অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার, নদীতে অবৈধ জালের ব্যাবহারসহ মানুষের অনাচারে তেঁতুলিয়ার ডলফিনগুলো মারা যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম