কিশোরী নববধূর রহস্যজনক মৃত্যু
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ পিএম
পাবনার সাঁথিয়ায় আঁখি খাতুন (১৪) নামে নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মাজেদের স্ত্রী।
জানা যায়, ওই গ্রামের সানোয়ারের ছেলে আব্দুল মাজেদের (১৬) সঙ্গে দুই মাস আগে একই ইউনিয়নের দড়ি জগন্থপুর গ্রামের আক্কাজ আলীর মেয়ে আঁখির বিয়ে হয়। শনিবার আঁখির শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফেনে জানানো হয় গলায় ফাঁস নিয়ে মারা গেছে সে।
আঁখির চাচা রওশন আলী বলেন, আমাদের বিশ্বাস আঁখিকে মেরে গলায় ফাঁসের নাটক সাজাচ্ছে তারা। নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।