Logo
Logo
×

সারাদেশ

বিয়ারসহ যুবলীগ নেতা গ্রেফতার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১২:৪৭ এএম

বিয়ারসহ যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় তার ভাড়া বাসা থেকে ৭২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মাসুদ মাদবর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপন বলেন, মাসুদ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হলেও তার ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম