পরিত্যক্ত সুইমিং পুলে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ১২:১৭ পিএম
কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউজে পরিত্যক্ত একটি সুইমিং পুলের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝিলংজার পাওয়ার হাউজ সংলগ্ন বিদ্যুৎ অফিসের প্রশিক্ষণ একাডেমির সুইমিং পুলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার রাশেদুল করিমের ছেলে রিয়ানুল করিম (৭) ও রামু চাকমারকুল ইউনিয়নের শাহ মদরপাড়া এলাকার প্রবাসী রেজাউল করিমের ছেলে আবরার (৫)। সম্পর্কে তারা খালাতো ভাই।
শিশু রিয়ানের পিতা রাশেদুল ইসলামের বরাত দিয়ে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবরার ও রিয়ান একসঙ্গে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
এসময় বাড়ির পাশের বিদ্যুৎ অফিস সংলগ্ন প্রশিক্ষণ একাডেমির পরিত্যক্ত সুইমিং পুলে ওই দুজনকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার মডেল থানার (ওসি) তদন্ত বিপুল চদ্র দে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমি রাত ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। তবে এখনো ওই শিশুদের পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ থানায় অবগত বা অভিযোগ করেনি।