
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৩:২২ এএম
বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে ধর্ষণ

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ১০:৪০ পিএম

আরও পড়ুন
বাড়িতে স্বামী শ্বশুর না থাকায় সুনামগঞ্জের তাহিরপুরে সিএনজি চালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর স্বামী বলেন, মধ্যরাতে আমার স্ত্রী (১৯) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাহিরের টয়লেটে যায়। টয়লেটে থেকে ঘরে ফেরার সময় উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মাদকাসক্ত মঞ্জুরুল হক (৪৬) তার সঙ্গে থাকা অপর দুই সহযোগির সহায়তায় আমার স্ত্রীকে মুখ চেপে ধরে বসতঘরে নিয়ে এসে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
ধর্ষণের ঘটনাটি রাতেই আমার স্ত্রী মোবাইলে আমাকে ও পাড়া প্রতিবেশীদের অবহিত করেন।
অটোরিকশাচালক আরও বলেন, ঘটনার রাতে আমি, আমার পিতা বাড়ির বাহিরে থাকায় ফাঁকা বাড়ি পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে মাদকাসক্ত মঞ্জুরুল তার দুই সহযোগিকে সঙ্গে নিয়ে এই কাজ করেছে।
মঞ্জুরুলসহ ঘটনার সময় তার সঙ্গে থাকা অজ্ঞাত নামা দুই সহযোগিকে অভিযুক্ত করে তিন জনের নামে সোমবার রাতে মামলা দায়ের করতে গেলে পুলিশের কেউ কেউ অজ্ঞাত নামা দুই সহযোগির নাম বাদ দিতে নানামুখী চাপ দিচ্ছেন বলেও ভিকটিমের স্বামী জানিয়েছেন।
থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।